আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। প্রতি ব্যারেল তেল ৭৬ ডলারে বিক্রি হয় গতকাল বুধবার। এর পেছতে দুটি কারণ থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।
পার্সটুডে জানায়, তেলের দাম বৃদ্ধির এই রেকর্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রেন্ট ক্রুডে। ২০১৮ সালের অক্টোবরের পর এমনটি আর দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় এই জ্বালানির দাম বেড়েছে। কেননা, গত সপ্তাহে দেশটির মজুদ তেল ৭৬ লাখ ব্যারেল কমে ৪৫ কোটি ৯১ লাখে দাঁড়ায়। ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো এতটা কমলো তেলের মজুদ।
খবরে বলা হয়, দেশটিতে করোনার সংক্রমণ কমে আসায় বেড়েছে ভ্রমণের প্রবণতা। এর প্রভাবে তেলের চাহিদার সঙ্গে হু হু করে বেড়েছে দামও।
এ বিষয়ে শিকাগোর প্রাইস ফিউচার গ্রুপের বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তারা নিজেদের গাড়ি ব্যবহার করায় তেলের ব্যবহার বেড়েছে। এতে বেড়েছে তেলের দাম।
এদিকে, গত মঙ্গলবার কাতার অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তেলের দাম বাড়ার আশঙ্কা করেছিল বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো। এর একদিন পরেই যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বাড়লো।
-এটি