সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

খাশোগির হত্যাকারীরা যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

মঙ্গলবার প্রকাশ হওয়া নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন বলছে, ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও স্বেচ্ছায় প্রবাসজীবন বেছে নেওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে প্যারামিলিটারি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

তবে সৌদি আরবের রাজকীয় বাহিনীর হাতে জামাল খাশোগির হত্যাকাণ্ডের খবর মার্কিন কর্মকর্তারা জানতেন কি না তার কোনো প্রমাণ মেলেনি এখনও। এ ছাড়া নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হননি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই জামাল খাশোগিকে আটক বা হত্যার নির্দেশ দিয়েছিলেন।

ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও সৌদি যুবরাজের কট্টর সমালোচক খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন। নিজের বিয়ের কাগজপত্র আনতে তিনি সেখানে গিয়েছিলেন।

সৌদি কর্তৃপক্ষ প্রথমদিকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। পরে তারা স্বীকার করে যে, এটা একদল সৌদি দুর্বৃত্তের কাজ। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। ঝলসে দেওয়া হয় এসিডে। হত্যার প্রায় দুই বছর হতে চললেও খাশোগির মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি। এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন খাশোগি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ