সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

‘ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক অনাকাঙ্খিত অযৌক্তিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সেবার মান উন্নয়ন না করে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অনাকাঙ্খিত, অযৌক্তিক। তিনি বলেন, করোনা মহামারীর কারণে জনজীবন যখন তীব্র আর্থিক সংকটে নিপতিত ও কর্মহীন হয়ে পড়ছেন, আয়-রোজগার সংকুচিত হয়ে যাচ্ছে, নতুন করে বেকার ও দারিদ্রের সংখ্যা বেড়েই চলেছে।

তখন ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অনাকাঙ্খিত, অযৌক্তিক, মৌলিক অধিকারের পরিপন্থী ও গণবিরোধী। যা নগরবাসীর জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’। করোনা মহামারীর এই দুঃসময়ে পানির দাম বৃদ্ধি করা হলে জনজীবনে বিরাজমান নাভিশ্বাস আরও বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয়ও বাড়বে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং ঢাকা ওয়াসার দুর্নীতি, লুটপাট, অনিয়ম, স্বেচ্ছাচারিতা বন্ধ করে সকল নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জোর দাবী জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ১৩ বছরে ১৪ বার পানির দাম প্রায় তিন গুন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তাতে নগরবাসীর ভোগান্তি কমে নাই, বরঞ্চ নাগরিক জীবনে নাভিশ্বাস উঠেছে।

২০০৯ সালে আবাসিক ও সামাজিক হোল্ডিং খাতে প্রতি হাজার লিটার ৬ দশমিক ০৪ টাকা ও অফিস ভবনসহ শিল্প ও বাণিজ্যিক সংস্থা খাতে ২০ দশমিক ১১ নির্ধারণ করে। ২০২০ সালে যথাক্রমে ১৪ দশমিক ৪৬ টাকা ও ৪০ টাকা এবং সর্বশেষ ২০২১ এর মার্চে তা বৃদ্ধি করে যথাক্রমে ১৫ দশমিক ৮ টাকা ও ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে-যা আগামী ০১ জুলাই থেকে কার্যকর হবে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ