আন্তার্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নতুন করে আর কোন সেনা পাঠাবে না তুরস্ক।
গতকাল বুধবার (২৩ জুন) সংবাদ সম্মেলনে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে যেসব তুর্কি সেনা মোতায়েন রয়েছে, তার বাইরে দেশটিতে নতুন করে আর কোন সেনা পাঠাবে না তুরস্ক।
জানা যায়, ১১ সেপ্টেম্বর মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য তুরস্কের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এজন্য দেশটিতে বাড়তি কোন সেনা মোতায়েন করা হবে না।
গত ছয় বছর ধরে তুর্কি সেনারা ন্যাটোর অধীনে আফগান বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছেন।
-এটি