আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনে ৫০ মিলিয়ন ডলারের অর্থ সহযোগিতা আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একজন প্রধান সিনেটর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ৫০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিলিস্তিনিদের।
কিন্তু গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিশ এই অর্থায়ন থামাতে পদক্ষেপ নেন। এর আগেই এটি মার্কিন কংগ্রেসে অনুমোদন পেয়েছিল। তবে ২০১৮ সালের একটি আইনকে ব্যবহার করে তিনি এটি আটকে দেন। তিনি বলেন, অর্থ পাঠানোর আগে এটি নিশ্চিত করা জরুরি যে এই অর্থ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না।
ফিলিস্তিনে সাহায্য পাঠানোর পক্ষে কাজ করছে এমন পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিশ রাজনৈতিকভাবে উদ্দেশ্য হাসিলের জন্যেই এই অর্থায়ন আটকে দিয়েছে। তবে ডেমোক্রেটদের দল এরইমধ্যে রিশকে এই অর্থায়নের পথে বাধা না হয়ে দাঁড়ানোর আহবান জানিয়েছে।
এই দলের প্রধান হচ্ছেন জ্যামি রাসকিন। তিনি নিজে একজন ইহুদি।
-এটি