আওয়ার ইসলাম ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত কানাডার মন্ট্রিয়ল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে ধ্বংসস্তূপ সরাতে এরইমধ্যে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা।
স্থানীয় সময় সোমবার (২১ জুন) বিকেলে আঘাত হানা এ দুর্যোগে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০টি বাড়ি। উপড়ে গেছে বহু গাছ ও বৈদ্যুতিক খুঁটি।
এমডব্লিউ/