শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

দালালের খপ্পরে পড়ে ভাসানচর ছেড়ে আসা ১৪ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: দালালের খপ্পরে পড়ে ভাসানচর ছেড়ে আসার সময় মীরসরাই উপজেলার উপকূলীয় অর্থনৈতিক জোন এলাকায় ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাদের উদ্ধার করা হয়।

কিছুদিন পূর্বেও ১০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে একই এলাকা থেকে। নোয়াখালীর ভাসানচর থেকে দালালদের মাধ্যমে ২০ হাজার টাকায় হাতবদল হওয়ার কথা ছিল বলে জানা যায় পুলিশ সূত্রে।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসাইন মামুন জানান, মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকার স্লুইস গেট এলাকা থেকে তাদের েউদ্ধার করা হয়েছে। সন্ধ্যানাগাদ পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

উদ্ধারকৃত রোহিঙ্গারা হলেন- মোহাম্মদ রফিক (২০), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), কাশ্মীর আক্তার (৯), আজিদা (১৮), মো. জোবায়ের (২), শওকত আরা (১৯), দেলাওয়ার হোসেন (৭), জেসমিন (৩), মো. রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯) ও রমজান আলী (১২)।

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা ভাসানচর থেকে দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলারযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় নামলে স্থানীয় দায়িত্বরত আনসার সদস্যরা আমাদের খবর দিলে এসআই কৃতীরঞ্জন ফোর্স নিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

তিনি বলেন, উদ্ধার ১৪ রোহিঙ্গার মধ্যে চারজন নারী, ছয়জন শিশু ও চারজন পুরুষ। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় আনসার বাহিনীর সদস্যরা তাদের সন্দেহবশত আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ভাসানচর থেকে দালালের মাধ্যমে ট্রলারযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় এসেছে রোহিঙ্গা।

এর আগে ৩০ মে ভাসানচর থেকে পালানোর সময় উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ ১০ রোহিঙ্গা ও তিন দালালকে আটক করেছে উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ