জুলফিকার জাহিদ।।
পাকিস্তানের লাহোর ও পাঞ্জাবে গতকাল থেকে করোনার ভ্যাকসিন শেষ হয়ে গেছে। এর ফলে দুদিন ধরে দেশটির এই দুই শহরে টিকাদান কার্যক্রম স্থগিত রয়েছে। তবে এনআইটিআই কর্মকর্তারা বলছেন, আজকের মধ্যেই ২০ হাজার ডোজ টিকা পাবেন তারা।
এদিকে করোনার টিকা শেষ হওয়ার পরও লাহোরের টিকাদান কেন্দ্রগুলোতে লোকজন ভিড় করছেন। তাদেরকে গেট থেকে ফিরিয়ে দিচ্ছেন গার্ডরা।
লোকজনকে জানিয়ে দেওয়া হচ্ছে, ভ্যাকসিন সম্পর্কিত ডেটা আপডেটের কাজ চলছে। একারণে বর্তমানে টিকা কার্যক্রম বন্ধ রয়েছে; তবে দুদিন পর আবারো তা শুরু হবে।
খবরে আরও জানা গেছে, পাঞ্জাবের অন্যান্য শহরগুলোতে মাত্র তিন দিনের ভ্যাকসিন মজুদ রয়েছে। পাঞ্জাব স্বাস্থ্য মন্ত্রণালযয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আরো অতিরিক্ত ভ্যাকসিনের আবেদন করা হয়েছে।
এছাড়া পাকিস্তানের ভাওয়াল্পুর, ফয়সালাবাদেও ভ্যাকসিন কার্যক্রম স্থগিত রয়েছে। তবে মুলতানে ভ্যাকসিনের মজুদ কম থাকলেও সেখানে নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
সূত্র: জিও নিউজ
এনটি