কাউসার লাবীব: ন্যাটো আফগানিস্তানে তার সামরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিয়েছে। ন্যাটো সম্মেলন শুরুর আগে তার উদ্বোধনী বক্তব্যের পরে এক প্রশ্নের জবাবে ন্যাটো সেক্রেটারি জেনারেল জান স্টল্টেনবার্গ এই ঘোষণা দিয়েছেন।
ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা আফগানিস্তানে আমাদের সামরিক মিশন শেষ করছি। তবে আমরা আফগান জনগণ এবং আফগান সুরক্ষা বাহিনীকে সমর্থন অব্যাহত রাখব। আমরা সেখানে আছি।’
তিনি বলেন, ‘ আমাদের মিত্ররা যে মিত্র বাহিনী সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তাদের সমর্থন, পরামর্শ এবং আর্থিকভাবে সমর্থন অব্যাহত রাখব। একই সঙ্গে আমরা কীভাবে বিদেশে আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে পারি তা বিবেচনা করছি।’
তিনি জানান, কাবুল বিমানবন্দরসহ মূল অবকাঠামোকে সচল রাখতে কাজ করছি। এই ক্ষেত্রে ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং অন্যান্যদের সাথে আলোচনা করছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক উপস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তা সরবরাহের জন্য এটি প্রয়োজনীয়।
সবশেষে তিনি বলেন, আমরা গত ২০ বছর ধরে আফগানিস্তানে রয়েছি। কিন্তু আমরা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে আসিনি।
-কেএল