রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

উত্তর প্রদেশে মুসলিম বৃদ্ধকে নির্মম নির্যাতন ও দাড়ি কর্তন, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি সংলগ্ন বিজেপি শাসিত উত্তর প্রদেশের গাজিয়াবাদের লোনিতে এক মুসলিম বৃদ্ধকে মারধর করাসহ তার দাড়ি কেটে নেয়ার খবরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটের বরাতে জানা যায়, আক্রান্ত ওই বৃদ্ধের নাম আব্দুল সামাদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও জানা গেছে।

গণমাধ্যমে প্রকাশ, গত ৫ জুনের ওই ঘটনায় অভিযুক্ত দুর্বৃত্তরা ওই মুসলিম বৃদ্ধকে কেবল মারাত্মকভাবে মারধরই করেনি, তার দাড়িও কেটে নিয়েছে। এ সময় অসহায় ওই বৃদ্ধ সবার কাছে হাতজোড় করে মারধর না করার আবেদন জানান।

কিন্তু ওই দুর্বৃত্তরা তাকে মারধর করতে থাকে। শুধু তাই নয়, আক্রমণকারী দুর্বৃত্তরা এই ঘটনার একটি ভিডিও তৈরি করে ভাইরাল করেছে। ভিডিওতে দৃশ্যমান যে আক্রান্ত ওই বৃদ্ধ একটি খাটে বসে আছেন এবং তাকে ঘিরে রয়েছে দু'জন। এক যুবকের হাতে কাঁচি রয়েছে। অন্য এক যুবক তাকে বার বার চড় মারতে থাকে। একজন তার দাড়িও কেটে ফেলে বলে এনডিটিভি হিন্দি ওয়েবসাইট জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত ওই বৃদ্ধ বলেন, অভিযুক্তরা ‘জয় শ্রী রাম’ এবং বন্দে মাতরম স্লোগানও দিয়েছিল। তাকেও শ্লোগান দিতে বলে দুর্বৃত্তরা। তাকে পাকিস্তানের গুপ্তচর বলেও অভিযোগ করে তারা।

এ সংক্রান্ত ভিডিওটি ভাইরাল হওয়ার পর লোনি পুলিশ একটি মামলা দায়ের করে এবং প্রধান অভিযুক্ত প্রবেশ গুজ্জরকে গ্রেফতার করেছে। যখন বুলন্দশহরের বাসিন্দা আবদুল সামাদ লোনিতে এসে মসজিদে যাওয়ার জন্য অটো রিকশায় বসে ছিলেন। অভিযোগ, এসময়ে অটোরিকশায় বসে থাকা কিছু লোক তাকে জোর করে বনের মধ্যে তৈরি নির্জন একটি ঘরে নিয়ে যায়। সেখানে প্রথমে তারা তাকে ব্যাপক মারধর করে এবং পরে তাঁর দাড়ি কাঁচি দিয়ে কেটে দেয়। লোনি’র সিও অতুল কুমার সোনকর বলেন, বাকি অভিযুক্তদের সন্ধান চলছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ