রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

খবরে ওয়াহিদ শক্তিশালী ও দুর্বল হওয়া হিসেবে কত প্রকার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আব্দুর রহিম: আগে আমরা জেনেছি খবরে ওয়াহিদ কাকে বলে। এবং তার প্রকার সম্পর্কে। আজ আমরা জানব খবরে ওয়াহিদ শক্তিশালী ও দুর্বল হওয়া হিসেবে কত প্রকার।

الخبر الواحد শক্তিশালী ও দুর্বল হওয়া হিসেবে দুই প্রকার :

১. المقبول : وهو ما يجب العمل به عند الجمهور .

অর্থ : যার উপর জুমহুরের মতে আমল করা ওয়াজিব।

২. المردود : وهو الذي لم يرجح صدق المخبر به.

অর্থ : যে হাদীসের বর্ণনাকরীর সত্যতা প্রবলতর নয়।

الحديث المقبول সত্ত্বাগত দিক দিয়ে চার প্রকার :

এক. الصحيح لذاته : الحديث إن اشتمل من صفات القبول على أعلى مراتب مراتبها فهو الصحيح لذاته.

অর্থ : যে সব গুণ বা শর্ত থাকলে হাদীস গ্রহনযোগ্য হয় তা কোন হাদীসের সনদে পূর্ণ মাত্রায় থাকলে সে হাদীসকে সহীহ লি জাতিহী বলে। সেসব গুণ মোট পাঁচটি : ১. العدالة ২. تام الضبط ৩. متصل السند ৪. غير المعلل ৫. ولا شاذ

العدالة দ্বারা উদ্দেশ্য : এমন গুণের অধিকারী হওয়া যা তাকে তাকওয়া ও ব্যক্তিত্ব অনুসরণে অনুপ্রাণিত করে।

تام الضبط দ্বারা উদ্দেশ্য : পূর্ণ আয়ত্ব শক্তির অধিকারী হওয়া। অর্থাৎ তার স্বরণশক্তি পূর্ণ মাত্রর হওয়া।
الضبط আবার দুই প্রকার :

ক. ضبط الصدر : ضبط الصدر وَهُوَ أَن يثبت ماسمعه بحيث يتمكن من استحضاره متى شاء

অর্থ: জবতে সদর হচ্ছে, হাদীসের ছাত্রের স্মরণশক্তি এত প্রখর হওয়া যে, তিনি যা শুনের তা এমনভাবে মুখস্থ রাখতে পারেন ও প্রয়োজনের সময় তা পেশ করতে পারেন।

খ. ضبط الكتاب : ضبط كتاب وهو صيانته لديه منذ سمع فيه وصححه إلى أن يوديه منه

অর্থ: জবতে কিতাব হচ্ছে হাদীসের ছাত্র শুনার সময় হাদীস নিজের নিকট সংরক্ষণ করা ও বর্ণনার সময় পর্যন্ত তা সংরক্ষিত থাকা।

متصل السند দ্বারা উদ্দেশ্য : হাদীসের সনদের মাঝখান থেকে কারো নাম বাদ না পড়া। অর্থাৎ প্রত্যেক বর্ণনাকারী নিজ শায়েখ থেকে উক্ত হাদীস সরাসরি শুনে বর্ণনা করা।

غير المعلل দ্বারা উদ্দেশ্য : হাদীসের মাঝে এমন কোন সূক্ষ্ম দোষ না থাকা যা হাদীসের বিশুদ্ধতাকে খর্ব করে।

ولا شاذ দ্বারা উদ্দেশ্য : হাদীস বর্ণনাকারী তার চেয়ে অধিক নির্ভরযোগ্য ব্যক্তির বর্ণনা থেকে ভিন্নরূপ বর্ণনা না করা।

দুই. الصحيح لغيره : الحديث إن لم يشتمل من صفات القبول على أعلى مراتبها . لكن يوجد فيه ما يجبر ذالك القصور فهو الصحيح لغيره .

অর্থ : যে সব গুণ বা শর্ত থাকলে হাদীস গ্রহনযোগ্য হয় তা যদি পূর্ণ মাত্রায় না থাকে। কিন্তু (সনদের আধিক্য দ্বারা) ক্রটি পূরণ হয়ে যায়, তবে তাকে সহীহ লি গাইরিহী বলে।

তিন. الحسن لذاته : هو ما اتصل سنده بنقل العدل الذي خف ضبطه عن مثله إلى منتهاه من غير شذوذ ولاعلة فهو الحسن لذاته

অর্থ : যে সব হাদীসে সহীহ লি জাতিহীর শর্তসমূহ বিদ্যমান তবে “জব্ত” এর গুণে দুর্বলতা থাকে। সে হাদীসকে হাসান লি জাতিহী বলে।

চার. الحسن لغيره : هو الحديث الضعيف إذا تعددت طرقه ولم يكن سبب ضعفه فسق الراوي أو كذبه.

অর্থ : যে দুর্বল হাদীস বিভিন্ন সুত্রে বর্ণিত হয় তাকে হাসান লি গাইরিহী বলে। তবে শর্ত হচ্ছে দুর্বলতা বর্ণনকারীর ফিস্ক (কবীরা গুনাহে লিপ্ত হওয়া) অথবা কিয্ব (মিথ্যায় প্রসিদ্ধ হওয়া) এর কারণে না হতে হবে।

লেখক: সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মাদরাসা মানিকনগর, ঢাকা।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ