আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের কারণে এবারও হযরত শাহজালাল রহ.-এর ৭০২তম বার্ষিক ওরস হচ্ছে না।
আজ শনিবার দুপুরে শাহজালাল রহ. এর দরগাহ অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান। একই কারণে গত বছরও এ ওরস হয়নি।
মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলে গত বছরের মতো এ বছরও (১ ও ২ জুলাই) দুইদিনব্যাপী হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২তম ওরস উদযাপিত হচ্ছে না।
তাই ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার এবং ওই সময়ে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া ও মিলাদ পড়ার অনুরোধ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হযরত শাহজালাল রহ. ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, খাদেম সামুন মাহমুদ খাঁন, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ।
-এটি