রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতার সাথে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও আল আযহার বিশ্ববিদ্যালয় প্রধান আল-ইমামুল আকবার শাইখুল আযহার আহমাদ আত-তায়্যিব এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩ জুন) স্থানীয় সময দুপুর ১২ টা ৩০ মিনিটে মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও আল আযহার বিশ্ববিদ্যালয় প্রধান আল-ইমামুল আকবার শাইখুল আযহার আল শরিফ আহমাদ আত্ তায়্যিব এর সাথে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। সাক্ষাতে উভয়পক্ষ সৌজন্য আলোচনা শেষে আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অধ্যয়ন সংক্রান্ত নানাবিধ সুযোগ সুবিধা বৃদ্ধি সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আল ইমামুল আকবার শাইখুল আযহার আহমাদ আত্ তায়্যিব, তাঁর ব্যক্তিগত দূত, বাংলাদেশ দূতাবাস মিশরের রাষ্ট্রদূত মুহাম্মাদ মনিরুল ইসলাম ও মিশরী অনুবাদক ওয়াসিফুর রহমান।

আলোচনায় রাষ্ট্রদূত আল ইমামুল আকবার বরাবর আল আযহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের বাৎসরিক স্কলারশিপের কোটা বৃদ্ধির আবেদন করলে তিনি তা মঞ্জুর করেন ও বাংলাদেশীদের জন্য স্কলারশিপের কোটা ১৫ জন থেকে বৃদ্ধি করে ৫০ জন করেন। এই বছর বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের আল ইমামুল আকবারের বিশেষ কোটা থেকে অতিরিক্ত ৩৩টি স্কলারশিপ দেয়া হয়েছে বিধায় এই ঘোষণা আগামী বছর থেকে কার্যকর হবে।

ছাত্র-ছাত্রীদের আবাসন সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আল আযহারে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু ছাত্রাবাস নির্মাণের অনুমোদন চাইলে আল-ইমামুল আকবার তা নীতিগত অনুমোদন প্রদান করেন। অনার্স সমাপন করে মাস্টার্সে থিসিস এন্ট্রিতে দীর্ঘ সময় ব্যয়ের কথা আলোচনা করলে আল ইমামুল আকবার এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

বাংলা ভাষা সর্বত্র ছড়িয়ে দিতে আল আযহার বিশ্ববিদ্যালয়ে একটি বাংলা ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার আবেদন করলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন। আল আযহারের আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বাংলাদেশে আল আযহার ইনস্টিটিউট নির্মাণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন আল ইমামুল আকবার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর