রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঢাকা দক্ষিণ সিটির কুরবানি পশুর হাঁট বসবে ১৩টি: কোন হাটের ইজারা কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পৃথক ২৩টি স্থানে অস্থায়ী পশু হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ডিএনসিসি এলাকায় হাট বসবে ১৩টি, ডিএসসিসি এলাকায় বসবে ১০টি। তবে করোনা মহামারি পরিস্থিতির আরও অবনতি হলে হাটের সংখ্যা কমতেও পারে।

এদিকে গত ২৫ মে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কুরবানির পশুর হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করেছে।

পত্রিকায় প্রকাশিত এ ১৩টি অস্থায়ী পশু হাটের সরকারি ইজারা মূল্য নিম্মরুপ।

১. ৯০ লাখ ৬৩ হাজার টাকায় উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা।
২. এক কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৮৮৯ টাকায় হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনােলজি মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকা।
৩. ৭৪ লাখ ৭৩ হাজার টাকায় পােস্তগােলা শ্মশান ঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা।

৪. এক কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩০০ টাকায় মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা।
৫. দুই কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকায় লিটল ফ্রেন্ডস ক্লাব-সংলগ্ন গােপীবাগ বালুরমাঠ ও কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন বিশ্বরােডের আশপাশের খালি জায়গা।
৬. দুই কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকায় দনিয়া কলেজ মাঠসংলগ্নখালি জায়গা।

৭. ৯৮ লাখ ৫৮ হাজার টাকায় ধূপখােলা ইস্ট অ্যান্ড ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গা।
৮. এক কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৩০০ টাকায় ধােলাইখাল ট্রাক টার্মিনাল-সংলগ্ন উন্মুক্ত জায়গা।
৯. এক কোটি ১৬ লাখ ৯১ হাজার ৮০০ টাকায় আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা।
১০. ২১ লাখ ৪৬ হাজার ৫০৩ টাকায় আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা।

১১. ২৬ লাখ ৬০ হাজার ৬০০ টাকায় লালবাগের রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গা।
১২. এক কোটি ৪০ লাখ ৯৮ হাজার টাকায় শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গা।
১৩. ৬৫ লাখ ৩৫ হাজার ৯৬০ টাকায় গােলাপবাগে দক্ষিণ সিটি করপােরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।

ইজারা দেয়া এসব সরকারি মূল্যের সঙ্গে ইজারাদারকে নির্দিষ্ট পরিমাণ শিডিউল মূল্য ও পরিচ্ছন্ন ফিও দিতে হবে।

জানা গেছে, আগামী ৯ জুন দরপত্র বিক্রির শেষ দিন। পরদিন ১০ জুন দরপত্র উন্মুক্ত করা হবে। সর্বোচ্চ দরদাতাকে হাট ইজারা দেয়া হবে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় হাটের সংখ্যা বাড়তে বা কমতে পারে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর