আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে ইহুদি ভূখণ্ডে হাজার হাজার রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব রকেটের অধিকাংশই ঠেকানোর প্রত্যাশা করেছিল ইসরায়েলের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আয়রন ডোম হামাসের সব রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে।
ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল এখন আয়রন ডোমের খুঁত সারতে তৎপর হচ্ছে। এজন্য তারা আমেরিকার কাছে ডলার সহায়তা চায়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করবেন। সেখানে তিনি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আয়রন ডোমের খুঁত সারতে ১ বিলিয়ন ডলারের অনুরোধ জানাবেন। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসি গ্রাহাম এবং ইসরায়েলের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে এবারের যুদ্ধে হামাস প্রায় চার হাজার রকেট ছুড়েছে। ইসরায়েলের আয়রন ডোম হামাসের সব রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার জেরুসালেম সফরকালে যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসি গ্রাহাম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের কাছে চলতি সপ্তাহে ইসরায়েল এক বিলিয়ন ডলারের অনুরোধ জানাবে। ওই ডলার ইসরায়েল আয়রন ডোম সিস্টেম উন্নতিসহ আরও অনেক কাজে ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের এই নেতা বলেন, তিনি আশা করেন ১১ দিনব্যাপী হামাস-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে বাইডেন প্রশাসন দ্রুত ইসরায়েলের অনুরোধে সাড়া দেবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় ইসরায়েলের ডলার সহায়তার অনুরোধ আসছে যখন দেশটির কাছে যুক্তরাষ্ট্র ৩.৮ বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রগতিশীল দলের আইনপ্রণেতারা ওই অস্ত্র বিক্রির অনুমোদন ঠেকানোর চেষ্টা করছেন।
এনটি