আওয়ার ইসলাম ডেস্ক: পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র বা ইমপোর্ট পারমিট (আইপি) না থাকায় একমাসেরও বেশি সময় ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি।
গত কয়েকদিনের ব্যবধানে হিলিসহ সারাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকায় মূল্য নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, আমদানির অনুমতি দেওয়ার খবরে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আমদানিকারকরা। আগামী সপ্তাহ থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে জানায় হিলি স্থলবন্দর সূত্র।
দেশীয় কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সম্প্রতি পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেওয়া বন্ধ করে দেয় সরকার। যার কারণে ২৯ এপ্রিল থেকে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।
এমডব্লিউ/