রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

মাসিক ৫ হাজার টাকা ও রেশন দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানসম্মত রেশন ও ৫ হাজার টাকা করে মাসোহারার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আজ সোমবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধিরা সেখানে তাদের সামনে এ বিক্ষোভ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম। তিনি জানান, ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে এদিন বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভাসানচরে যান জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রথম ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে যায় জাতিসংঘের প্রতিনিধি।

ইউএনএইচসিআরের কোনো প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছলে তাদের সামনে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে বিক্ষোভ করেন রোহিঙ্গারা। এ সময় তারা প্রতি মাসে ৫ হাজার টাকা দাবি করেন। এ ছাড়া মানসম্মত রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিও জানান তারা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বিক্ষোভ মিছিলে প্রতি মাসে নগদ ৫ হাজার টাকা করে দাবি করেন রোহিঙ্গারা। পাশাপাশি মানসম্মত রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিও জানান তারা। এসব দাবি তুলে তারা ভাসানচরে থাকতে অনীহাও প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ