রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মসজিদ ও ইসলামি স্থাপনার অবস্থান চিহ্নিত করে অস্ট্রিয়ার মানচিত্র, মুসলিমদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার একটি শীর্ষস্থানীয় মুসলিম দল বলেছে, বিতর্কিত ‘ইসলামের মানচিত্র’ প্রকাশের জন্য চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সরকারের বিরুদ্ধে তারা মামলা করার পরিকল্পনা করছেন।

রাজনৈতিক ইসলামের মানচিত্র প্রকাশের জন্য সরকারের সমালোচনা করেছে অস্ট্রিয়ার তরুণ মুসলিমরা। জানা গেছে, ওই মানচিত্র প্রকাশের ফলে সে দেশের মসজিদ এবং মুসলিম সংস্থাগুলোর অবস্থান চিহ্নিত হয়ে গেছে।

অস্ট্রিয়ার তরুণ মুসলিমরা জানিয়েছে, মুসলিমদের সকল প্রকাশনার নাম, প্রতিষ্ঠানের নাম-ঠিকানা এবং সংশ্লিষ্ট বিষয়াদি প্রকাশ করা হয়েছে। এতে করে মুসলিমদের অভূতপূর্ব একটি সীমান্তের ভেতরে ফেলে দেওয়া হয়েছে।

ইন্টিগ্রেশন মিনিস্টার সুশানে রাব গত বৃহস্পতিবার ওয়েবসাইটটি চালু করেছেন। আর এটির নাম দিয়েছেন ইসলামের জাতীয় মানচিত্র। সেখানে ৬২০টির বেশি মসজিদের নাম ও ঠিকানা দেওয়া আছে। এছাড়া ইসলামি বিভিন্ন সংস্থা, সেখানকার কর্মকর্তা ও তাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত তথ্য দেওয়া আছে। এ ঘটনার ফলে অস্ট্রিয়ার সকল মুসলিম বিপদের মধ্যে পড়ে গেছে বলে উল্লেখ করা হয়। সূত্র: ইকনা।

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ