রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

ঘুর্ণিঝড় ইয়াসে বাগেরহাটের এক উপজেলাতেই ক্ষতি প্রায় ৭ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, পুকুর, চিংড়ি ঘের, নলকুপ, হাসপাতাল, রাস্তাঘাট,  হাস-মুরগীর খামার ও স্বাস্থ্যসম্মত টয়লেট ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ঘুর্ণিঝড় ইয়াসে মোট ১০ ইউনিয়নের প্রায় ৬ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৩ শত ৪ টাকার ক্ষতি হয়েছে। রামপালের অধিকংশ মানুষই মৎস্য চাষে নির্ভরশীল হওয়ায় মৎস্য ঘেরের সবচেয়ে ক্ষতির পরিমাণ বেশি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, উপজেলার মোট ১০ ইউনিয়নে ২৭ হাজার ৮০১ মৎস্য ঘের ইয়াসের জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। ১৪৪৪ দশমিক ৮৭ হেক্টর আয়তনের মৎস্য ঘেরগুলোর ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি ২৪ লাখ ৩৩ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, চার হাজার ৮৪৫ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর দুটি, আংশিক ক্ষতি ৩৩টি, মৃত হাঁস আটটি, মুরগী ৩৩টি, আংশিক ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ২টি, গভীর নলকূপ আংশিক ১৫টি, অগভীর নলকূপ আংশিক ৮টি, মানসম্মত পায়খানা আংশিক ক্ষতিগ্রস্ত ১৫০০ এবং আংশিক একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাওয়ায় প্রবল বাতাসে উপজেলার চার ইউনিয়নে চার রাস্তার দুপাশ ভেঙে আংশিক ক্ষতি হয়েছে। বাঁশতলী ইউনিয়নের গিলাতলা শিকি রোডটির ৬ কিলোমিটার রাস্তাটি ২ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে। হুড়কা ইউনিয়নের নলবুনিয়া থেকে বাবুরবাড়ি পর্যন্ত ২২৫০ মিটার রাস্তাটির ১২ শ মিটার আংশিক ক্ষতি, ভাগা থেকে কাপাশডাঙ্গার ১৩ কিলোমিটার রাস্তাটির ২ কিলোমিটার আংশিক ক্ষতি এবং বাইনতলার সকুরহাট থেকে আলীপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটির ১ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ