রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

গাজীপুরে ভ্যাট গোয়েন্দার অভিযান, বিপুল পরিমাণ সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরে ভার্গো নামে এক সিগারেট ফ্যাক্টরিতে ভ্যাট গোয়েন্দারা অভিযান চালিয়েছে। এসময় অবৈধ ব্যান্ডরোলসহ বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে ভ্যাট গোয়েন্দার সদস্যরা।

গাজীপুর সদর কাউলতিয়ায় এসব জব্দ হয়। গেলো রবিবার (২৯ মে) রাত্রে এই অভিযান চালানো হয়। (৩১ মে) সোমবার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন এ তথ্য। তিনি জানায়, এই সিগারেটের ফ্যাক্টরিতে বহুদিন ধরে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়ে যাচ্ছে।

পরে ভ্যাট আইন অনুযায়ী লো ব্রান্ডের সিগারেটের উপর বিক্রয় মূল্যের উপর ৭৩% ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রযোজ্য। ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ওই ফেক্ট রিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রাথমিকভাবে হিসাবনিকাশে অবৈধ সিগারেট পাওয়া যায় ১ লাখ ৯৯ হাজার শলাকা।

এরপর ভার্গো সিগারেট ফ্যাক্টরির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হিসাব তলব করা হয়েছে। এই তিনটি ব্যাংক হলো ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। বিস্তারিত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ