আওয়ার ইসলাম ডেস্ক: বড় ভূমিকম্পের আশঙ্কায় সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এসব ঝুঁকিপূর্ণ ভবন থেকে আগামী ১০ দিন সবাইকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।
ভূমিকম্পের ‘ডেঞ্জারজোন’ হিসেবে পরিচিত সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনগুলো। বড় ধরনের ভূমিকম্প হলে এসব ভবন ভেঙে পড়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সিটি করপোরেশনের পক্ষ থেকে বারবার নোটিশ দেয়ার পরও মালিকরা ভবনগুলো ভাঙছেন না। নানা অজুহাতে তারা ভবনগুলো ভাঙা থেকে বিরত রয়েছেন।
সিটি করপোরেশন ইতোমধ্যে নগরীতে এরকম ২২টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে। যার মধ্যে সিটি করপোরেশনের মালিকানাধীন ভবনও রয়েছে।
শনিবার কয়েক দফা ভূমিকম্পের পর নড়েচড়ে বসে সিসিক। রোববার বিকালে সিটি করপোরেশনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ২২ ভবনের মধ্যে বহুতল বিশিষ্ট সিটি সুপার মার্কেট, মধুবন মার্কেট, মিতালী মার্কেট ও রাজা ম্যানশনে অভিযান চালান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এনটি