আওয়ার ইসলাম ডেস্ক: চলমান বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংবাদ সম্মেলন করেছে। এতে সরকারের প্রতি বিভিন্ন দাবী নিয়ে তিন কর্মসূচি ঘোষণা করেছেন দলটি।
আজ রোববার (৩০ মে) রাজধানীর পুরানা পল্টনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বক্তব্যে প্রাধান্য পেয়েছে, বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দ বাদ, আসন্ন জাতীয় বাজেট, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী চলমান জেল-জুলুম ও মামলা প্রসঙ্গ।
সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কর্মসূচির মাঝে রয়েছে, আগামী ২ জুন, বুধবার, সকাল ১১টায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন’ করবেন তারা।
এছাড়া দেশব্যাপী প্রতিটি জেলা ও মহানগরে আগামী ৩ জুন, বৃহস্পতিবার, সকাল ১১টায় ‘পাসর্পোট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ বাদ দেয়ার প্রতিবাদ ও তা সংযোজনের দাবীতে বিক্ষোভ মিছিল’ করবে দলটি।
সবশেষে আগামী ৫ জুন, শনিবার, বিকাল ৩ টায়, রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকেও একই বিষয়ে (পাসর্পোট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ বাদ দেয়ার প্রতিবাদ ও তা সংযোজনের দাবীতে) বিক্ষোভ মিছিল করবেন তারা।
এমডব্লিউ/