রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

ভয়ঙ্কর মাদক এলএসডিসহ রাজধানীতে আরো ৫ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক অ্যাসিড ডাইথ্যালামাইডসহ (এলএসডি) আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রবিবার খিলগাঁও ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগ এ তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝির বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খিলগাঁও থানা পুলিশ এলএসডিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এলএসডির উত্স্য এবং কারবারের ব্যাপারে তথ্য জানার চেষ্টা চলছে। আমাদের নজরদারি অব্যাহত আছে।’

এদিকে, শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। গত বুধবার গ্রেপ্তারের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তুর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলো গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত কর্মকর্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে গত বুধবার দেশে প্রথমবার এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছিল পুলিশ। এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ