রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

চুক্তি মানছে না ইসরায়েল, নির্বিচারে গ্রেপ্তার করছে সাংবাদিক ও ফিলিস্তিনিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর

অধিকৃত জেরুসালেমে চলছে সাংবাদিক গ্রেপ্তার অভিযান৷ হামাস ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্বেও চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে হামাস৷ দখলদার ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় মসজিদে আকসায় কয়েকবার হামলাও করেছে অবৈধ বসতিস্থাপনকারিরা৷ আলকুদসের বিবৃতিমতে দখলদার বাহিনীর গুলিতে এ পর্যন্ত বেশ কয়েকজন ফিলিস্তিনি শহিদও হয়েছে৷

আজ (৩০ মে) রোববার আলজাজিরা জানায়, কয়েদি এবং কার্যনির্বাহ বিষয়ক কমিশনের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দখল কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে আক্রমণ ও গ্রেপ্তার অভিযান আরও তীব্র করেছে৷ বিশেষত দখলকৃত জেরুসালেমের শেখ জাররাহ পাড়ায় ব্যাপকহারে সাংবাদিকদের গ্রেপ্তার করছে৷

শায়েখ জাররাহ পাড়ায় বসতীস্থাপনকারিদের সুবিধার্থে সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের নিজ গৃহ থেকে চলে যাওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বিচারবিভাগ৷ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের এবং আল আকসার মুসল্লিদের বিরুদ্ধে নৃশংসতা শুরু হওয়া এবং এই নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ করার পর থেকে অনবরত সাংবাদিকদের গ্রেপ্তার করে চলেছে ইসরায়েল৷ যাতেকরে তারা সত্য প্রকাশ করা এবং দখলদারদের অপরাধ প্রকাশ করতে না পারে৷

এছাড়াও মিডিয়াকর্মীদের হেডকোয়ার্টার ও প্রতিষ্ঠানগুলিতে আক্রমণ এবং তাদের সরঞ্জামাদি বাজেয়াপ্ত করছে৷ এমনকি কারাগারে তাদের আইনজীবীদের সাথে এবং তাদের পরিবারের সাথে দেখা করা থেকে বাধা দিচ্ছে৷ এবং তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও আরোপ করছে৷

সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, কারাগারে আটক সাংবাদিকদের সংখ্যা ১৮ জনে গিয়ে দাড়িয়েছে৷

কমিশনটি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে গণমাধ্যম ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে করা লঙ্ঘনগুলোকে নথিভুক্ত করতে তদন্ত কমিটি প্রেরণ এবং তাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় তাদের বিরুদ্ধে করা অপরাধের জন্য দখলদারদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: আলজাজিরা ও আলকুদস

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ