ইয়াহইয়া বিন আবু বকর
অধিকৃত জেরুসালেমে চলছে সাংবাদিক গ্রেপ্তার অভিযান৷ হামাস ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্বেও চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে হামাস৷ দখলদার ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় মসজিদে আকসায় কয়েকবার হামলাও করেছে অবৈধ বসতিস্থাপনকারিরা৷ আলকুদসের বিবৃতিমতে দখলদার বাহিনীর গুলিতে এ পর্যন্ত বেশ কয়েকজন ফিলিস্তিনি শহিদও হয়েছে৷
আজ (৩০ মে) রোববার আলজাজিরা জানায়, কয়েদি এবং কার্যনির্বাহ বিষয়ক কমিশনের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দখল কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে আক্রমণ ও গ্রেপ্তার অভিযান আরও তীব্র করেছে৷ বিশেষত দখলকৃত জেরুসালেমের শেখ জাররাহ পাড়ায় ব্যাপকহারে সাংবাদিকদের গ্রেপ্তার করছে৷
শায়েখ জাররাহ পাড়ায় বসতীস্থাপনকারিদের সুবিধার্থে সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের নিজ গৃহ থেকে চলে যাওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বিচারবিভাগ৷ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের এবং আল আকসার মুসল্লিদের বিরুদ্ধে নৃশংসতা শুরু হওয়া এবং এই নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ করার পর থেকে অনবরত সাংবাদিকদের গ্রেপ্তার করে চলেছে ইসরায়েল৷ যাতেকরে তারা সত্য প্রকাশ করা এবং দখলদারদের অপরাধ প্রকাশ করতে না পারে৷
এছাড়াও মিডিয়াকর্মীদের হেডকোয়ার্টার ও প্রতিষ্ঠানগুলিতে আক্রমণ এবং তাদের সরঞ্জামাদি বাজেয়াপ্ত করছে৷ এমনকি কারাগারে তাদের আইনজীবীদের সাথে এবং তাদের পরিবারের সাথে দেখা করা থেকে বাধা দিচ্ছে৷ এবং তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও আরোপ করছে৷
সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, কারাগারে আটক সাংবাদিকদের সংখ্যা ১৮ জনে গিয়ে দাড়িয়েছে৷
কমিশনটি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে গণমাধ্যম ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে করা লঙ্ঘনগুলোকে নথিভুক্ত করতে তদন্ত কমিটি প্রেরণ এবং তাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় তাদের বিরুদ্ধে করা অপরাধের জন্য দখলদারদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: আলজাজিরা ও আলকুদস
-এটি