আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের উত্তর কাপিসা প্রদেশে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (২৯ মে) চরিকার শহরের ৭ম জেলার রাবাত অঞ্চলে এ ঘটনা ঘটে।
এক টুইট বার্তায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, হতাহত শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই স্থানীয় আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ের। তাদের বহনকারী মাইক্রোবাসটি অঞ্চলটি দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরিত হয়। মাইক্রোবাসটির চালক মোহাম্মাদ ফরিদ বলেন, গাড়িতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ মোট ১৮ জন ছিলেন।
তাৎক্ষণিকভাবে কেউই হামলায় ঘটনায় দায় স্বীকার করেনি। অবশ্য গত বছরের নভেম্বরে কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছিল আইএস।আফগানিস্তানে গত মাসে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় ৬৮ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছিল। হতাহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ছিল।
-এটি