রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

যাত্রাবাড়িতে মসজিদের পাশে সিটি কর্পোরেশনের বর্জ্য: মুসুল্লিদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ৬১ নং ওয়ার্ডের আওতাধীন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ও খাদেমুল ইসলাম মসজিদ কমপ্লেক্সের সামনে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লা ফেলা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মসজিদের মুসুল্লিরা। তারা এ বিষয়ে আগামী শুক্রবার ৪ জুন বর্জ্য সরানোর দাবিতে এক মানববন্ধন করবেন বলেও জানা গেছে।

জানা গেছে, বর্জ্য যেখান ফেলা হচ্ছে সেখানে খাদেমুল ইসলাম মসজিদ, একদিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, অপরদিকে ছনটেক মহিলা মাদরাসা, অগ্রদূত সরকারী স্কুল ও স্থানীয় বাস স্ট্যান্ড রয়েছে। ঢাকার প্রবেশ দ্বার হিসেবে দেশের ২১ জেলার লোকজন এখান দিয়ে আসা যাওয়া করে। এতে সাধারণ বেশ কষ্ট হচ্ছে।

স্থানীয়রা জানান, এর আগে এখানে কখনো ময়লা ফেলা হয়নি। বর্তমান সিটি কর্পোরেশন পদ্ধতি আসার পরেই জনগনের নাকের ডগায় ময়লা ফেলা হচ্ছে। অথচ প্রতিটি বাড়ির প্রতিটি ফ্লাট থেকে ১৫০-২০০ টাকা প্রতি মাসে নেয়া হয় ময়লাগুলো নির্ধারিত ডিপোতে ফেলানোর জন্য।

আরও জানা গেছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জুম্মন মিয়া ও বর্জ্য কনট্রাকটার এ কে খান জয় এর তত্ত্বাবধানে এখানে প্রায় তিন মাস যাবৎ বর্জ্য ফেলা হচ্ছে।

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ওসি মাজহারুল ইসলাম এর স্বরনাপন্ন হলে তিনি বলেন, ‘বর্জ্য সংক্রান্ত বিষয়টি আমাদের না। মসজিদের সামনে বর্জ্য ফেলা সমীচিন নয়। এটা দ্রুত সরানোর বিষয়ে দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করা উচিত বলে আমি মনে করি।’

এদিকে বর্জ্য প্রধান মনোয়ারকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘এখানে বর্জ্য ফেলানোর কথা না। কারা কিভাবে এখানে ময়লা ফেলছে তা খতিয়ে দেখতে হবে।’ এ বিষয়ে তদন্তের আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে মসজিদের খতীব মুফতি সুলতান আহমদ জানান, মসজিদের সামনে ময়লা ফেলে মসজিদ-মাদরাসা ও পথচারীদের কষ্ট দিয়ে সরকারের বদনাম করা হচ্ছে। শীঘ্রইিএ বিষয়ে দায়িত্বশীলগণ পদক্ষেপ নিবেন বলে আশা করেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ