আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে জাকারিয়া হামায়েল (২৮) নামে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
দেশটির গণমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল জানায়, ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ মিছিলে শুক্রবার ইসরায়েলি সেনাদের বেপরোয়া গুলিবর্ষণে ওই তরুণ প্রাণ হারান।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাবলুসের কাছে বেইতা গ্রামে বিক্ষোভের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে জাকারিয়া নিহত হন।
তারা আরও জানান, এ সময় আরও ১০ ফিলিস্তিনি বিক্ষোভকারী ইসরায়েলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয়। ১৯৯৩ সালে অসলো চুক্তির অধীনে পশ্চিমতীর ও গাজা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েল স্বীকৃতি দিলেও অঞ্চলটি এখনো ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।
এমডব্লিউ/