আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও অতিজোয়ারের জলোচ্ছ্বাসের ৪ দিন পরও ৩০ গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে নানাভাবে। দেখা দিয়েছে সর্দি জ্বরসহ নানা রোগবালাই।
এদিকে জেলা প্রশাসন থেকে প্রাথমিকভাবে ১ লাখ ৬৯ হাজার ২৬০ জনকে দুর্গত উল্লেখ করা হয়েছে। বিধ্বস্ত ঘরের সংখ্যা ১১ হাজার ৩০৯টি।
জেলা প্রাণিসম্পদ থেকে জানানো হয়েছে, জলোচ্ছ্বাসের পানিতে ভিজে রোগে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৫২টি মহিষ, ৪ হাজার ১০৯টি গরু, ৯ হাজার ৭৮৮টি ছাগল, ১ হাজার ৩৭৪টি ভেড়া। মারা গেছে ৫৬টি মহিষ, ২৮টি গরু, ৩০টি ছাগল ও ২০টি ভেড়া।
এনটি