রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

বগুড়ায় মাদ্রাসার বৃদ্ধ নৈশ প্রহরীর গলা কাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে একটি দাখিল মাদ্রাসার বৃদ্ধ নৈশ প্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ওই মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত জয়নাল আবেদীন (৭০) শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত মীর বক্সের ছেলে। তিনি সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী। দীর্ঘদিন ধরে মাদ্রাসার পাশেই বাড়ি নির্মাণ করে থাকতেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, মাদ্রাসায় মূলত নৈশ প্রহরীর দায়িত্বে আছেন নিহতের ছেলে আবুল  কাশেম (৪৫)। কাশেম শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তার পরিবর্তে বাবা জয়নাল আবেদীন ওই মাদ্রাসার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কাশেম মাদ্রাসায় ছিলেন। পরে তার বাবা মাদ্রাসায় গিয়ে ছেলেকে বাড়ি পাঠিয়ে দেন। সকালে জয়নাল বাড়ি না ফেরায় তার ছেলে মাদ্রাসায় গিয়ে শ্রেণী কক্ষের মেঝেতে বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, তিনি মাদ্রাসার একটি কক্ষে ঘুমাতেন। ওই কক্ষের দরজা খোলা ছিল বলে তার ছেলে পুলিশকে জানিয়েছে। কী কারণে বৃদ্ধ নৈশ প্রহরীকে হত্যা করা হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, মাদ্রাসা থেকেও কোনো কিছু খোয়া যায়নি। ঘটনার পর থেকেই হত্যার কারণ নিশ্চিত করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ