সাঈদ আহমাদ খান নদভি।।
দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌ'র আরবি সাহিত্য বিভাগের প্রধান, প্রসিদ্ধ আলেমে দ্বীন মাওলানা নজরুল হাফিজ নদভী আজ ২৮ মে ২০২১ জুমার পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।
মাওলানা নজরুল হাফিজ নদভী ১৯৩৯ সনে হিন্দুস্তানের বিহারের মধুমবনি এলাকায় এক দ্বীনদার পরিবারে জন্মগ্রহণ করেন। মাওলানার সম্মানিত পিতা শায়খ আব্দুল হাফিজ ছিলেন, তৎকালীন বিহারের প্রসিদ্ধি আলেমে দ্বীন৷ নকশাবন্দী সিলসিলার পীর ছিলেন তিনি৷ শায়খ আহমাদ পড়তাপগড়ী থেকে তিনি খেলাফত প্রাপ্ত হন।
মাওলানা নজরুল হাফিজ নদভী প্রাথমিক শিক্ষা নিজ পিতা শায়খ আব্দুল হাফিজ থেকেই গ্রহণ করেন। এরপর হিন্দুস্তানের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়ায় গমন করেন। সেখান থেকে ১৯৬২ সনে ফারেগ হন। ১৯৬৪ সনে আরবি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর নদওয়াতুল উলামার শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৭৫ সনে মিসর গমন করেন। ১৯৮২ সনে জামিয়া আজহার থেকে দ্বিতীয়বারের মতো আরবি সাহিত্যের উপর মাস্টার্স করেন। মাস্টার্সে তাঁর থিথিসের বিষয় ছিলো, ‘যমাখশরী কাতিবান ওয়া শায়িরান’৷
মিশরে থাকাবস্থায় তিনি মিশর রেডিও টেলিভিশনে আরবি ট্রান্সলেট বিভাগে দীর্ঘ দিন কাজ করেন। এরপর আল আযহারের ডিগ্রী নিয়ে দেশে ফিরলে পুনরায় নদওয়াতুল উলামায় নিয়োগ হন।
মাওলানা নজরুল হাফিজ নদভী নদওয়াতুল উলামার তৎকালীন বিখ্যাত ব্যক্তিবর্গের সোহবতপ্রাপ্ত হন। মাওলানা মুফাক্কেরে ইসলাম আলি মিয়া নদভি রহ. থেকে হাদিসের বিভিন্ন কিতাবের সনদ গ্রহণ করেন। মাওলানা মনযুর নোমানি রহ. এর কাছে তিরমিজি শরীফ পড়েন। মাওলানা রাবে হাসানি নদভি ও মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি থেকে আরবি সাহিত্য পড়েন। মিডিয়া আরবি ও পাশ্চাত্য সভ্যতা নিয়ে মাওলানা নজরুল হাফিজ নদভীর বিশেষ আগ্রহ ও পড়াশোনা ছিলো। তার গবেষণায় খুশি হয়ে হজরত মুফাক্কেরে ইসলাম রহ. তাঁকে এ কাজের সাথে যুক্ত থাকতে উৎসাহ যোগান। সে আগ্রহ ও গবেষণার ফলেই তিনি রচনা করেন তাঁর সাড়া জাগানো বিখ্যাত গ্রন্থ ‘আল ইলামুল গরবি ওয়া তাছিরুহু আলাল মুজতামা’৷ যা উর্দু, ইংলিশ, বাংলা, মালায়ালামসহ বহু ভাষায় অনুবাদও হয়েছে। বাংলাতে প্রকাশিত এর অনুবাদের নাম ‘পাশ্চাত্য মিডিয়ার স্বরূপ’৷ মিডিয়া বিষয়ক কাজ করায় তিনি বিভিন্ন সময় অনেক পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ২০০২ সালে রাষ্ট্রীয় সমমনা উল্লেখযোগ্য।
মাওলানা নজরুল হাফিজ নদভী হিন্দুস্তানের প্রসিদ্ধ মাসিক পত্রিকা ‘তামিরে হায়াত’ এর সম্পাদক হিসেবেও দীর্ঘ দিন খেদমত করেছেন। তিনি নদওয়াতুল উলামা থেকে প্রকাশিত অর্ধমাসিক আরবি সাহিত্য পত্রিকা ‘আর রায়েদ’ এর পরিচালনা সদস্যও ছিলেন। এছাড়া তিনি মাওলানা সাঈদুর রহমান আজমি নদভির পরে দারুল উলুম নদওয়াতুল উলামার আরবি সাহিত্য বিভাগের প্রধান নিযুক্ত হন। মৃত্যু অবধি অত্যন্ত আমানত ও নিষ্ঠার সাথে এ জিম্মাদারি আঞ্জাম দেন।
তাঁর লিখিত উল্লেখযোগ্য কয়েকটি কিতাব হলো,
১/ আল ইলামুল গরবি ওয়া তাছীরুহু আলাল মুজতামা
২/ যামাখশরী কাতিবান ও শায়িরান
৩/ আবুল হাসান আলি নদভি কাতিবান ও শায়িরান
৪/ মালফুজাতে আবুল হাসান আলি নদভি
৫/ তারতিবে কশকুল মুহাব্বাত
এমডব্লিউ/