আওয়ার ইসলাম ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে দশমিক ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে তিস্তার ডালিয়া পয়েন্টে। ফলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। অথচ একদিন আগে বৃহস্পতিকার তিস্তার পানি ৫১ দশমিক ৪৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে দশমিক ৮৫ সেন্টিমিটার।
অপরদিকে তিস্তার কাউনিয়া পয়েন্টেও পানি বেড়েছে। এই পয়েটে একদিনে দশমিক ৩ সেন্টিমিটার পানি বাড়ল। বৃহস্পতিবার সকালে এই পয়েন্টে পানি ছিল ২৭ দশমিক ৪৪ সেন্টিমিটার। শুক্রবার সকালে পানি প্রবাহিত হয় ২৭ দশমিক ৪৭ সেন্টিমিটারে। এই পয়েন্টে ডেঞ্জার লেভেল ধরা হয় ২৯ দশমিক ২০ সেন্টিমিটার।
নদীর তীরবর্তী মানুষ আগাম বন্যার আশঙ্কা করছেন।
গঙ্গাচড়া উপজেলার বাসিন্দারা জানান, এবার আগাম বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। করোনা দুর্যোগে বন্যা হলে ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আমিনুর রহমান, ‘পানি বাড়লেও তিস্তার পানি এখনো বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে এই পানি বেড়েছে। পানি কমে যাবে।’
এনটি