আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় সরকার ও বেশ কয়েকটি রাজ্যের পর এবার ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হয়েছে।
বৃস্পতিবার এক দিনে ১৫৩ জন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার পরপরই দিল্লিতে এই রোগকে মহামারী ঘোষণা করেন উপ-রাজ্যপাল অনিল বাইজাল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৬২০ জন।
কেজরিওয়ালের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে শনাক্ত ১৫৩ জনসহ দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৩ জনে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারত। এর মধ্যে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দিন দিন বেড়েই চলেছে এই সংক্রমণ।
সরকারি হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ১১ হাজার ৭১৭ জনকে শনাক্ত করা হয়েছে।
গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৮৫৯ জন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা মহারাষ্ট্রে ২ হাজার ৭৭০ জনকে শনাক্ত করা হয়েছে। আর অন্ধ্রপ্রদেশে সংক্রিমত হয়েছে ৭৬৮ জন।
এনটি