আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী ঘূর্ণিঝড় ইয়াসেরের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতায় সমাজের বিত্তবান ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অনেক শীর্ষ আলেম এবং সাধারণ মানুষ কারাগারে বন্দি। আলেম-উলামাদের গ্রেফতার ও নির্যাতন করা দেশ ও জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে। সুতরাং তাদের নিঃশর্ত মুক্তি দিন এবং আলেম-উলামাদের গ্রেফতার বন্ধ করুন।
তিনি সংগঠনের সারা দেশের শাখা দায়িত্বশীলদের প্রতি সংগঠনের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও ফকিরেরপুলে পৃথক পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ঢাকা মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহীম সাঈদ প্রমূখ।