সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাওলানা মাহমুদ মাদানী: জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিশ্বখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী রহ. এর ইন্তেকালে সাবেক সংসদ সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ মাদানী সর্বসম্মতিক্রমে জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এর আগে ২১ মে শুক্রবার জুমার নামাজের পর তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরপরই জমিয়তের এ আসনটি নিয়ে বিতর্ক চলে আসছিলো। সবকল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আজ স্থানীয় সময় দুপুর ১২টায় জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল ফেসবুক ও টুইটার একাউন্টে দলটির নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, আজ বৃহস্পতিবার দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের সদর দফতরে ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা মাহমুদ মাদানীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। অনলাইন সভায় অনেক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও জমিয়তে ওলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী জমিয়তে ওলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, কারী সাইয়েদ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ