আবদুল্লাহ তামিম।। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অত্যাচার বন্ধে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে সৌদি মন্ত্রিসভা।
গত মঙ্গলবার পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে সৌদি মন্ত্রিপরিষদ কাউন্সিলের এক বৈঠকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি ইহুদিদের নৃশংসতার তীব্র নিন্দা জানানো হয়েছে। সৌদি মন্ত্রীপরিষদ থেকে ঘোষণা করা হয়েছে, সৌদি আরব সবসয়ে ফিলিস্তিনের পাশে আছে থাকবে। এমনকি তাদের নৃশংসতার প্রতিরোধের সবধরণের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
সৌদি নিউজ এজেন্সি এসপিএ জানায়, সৌদি মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ও ফিলিস্তিনে ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতা নিয়ে আলোচনা হয়। সেখানে এ ঘোষণো দেয়া হয়।
এ বৈঠক শেষে জারি করা একটি বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সহিংসতা অগ্রহণযোগ্য। এ নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না। সৌদি আরব এ জাতীয় নৃশংসতা রোধে সর্বস্তরে পদক্ষেপ নেবে।
বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বের সবগুলো দেশ ও মানবাধিকার সংস্থার মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা উচিত। ফিলিস্তিনি ইস্যুর সুষ্ঠু সমাধান পাওয়া উচিত, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষামতে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা উচিত।
মন্ত্রিপরিষদের বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে তথ্যমন্ত্রী ডা. মজিদ বিন আবদুল্লাহ বলেছেন, বৈঠকটি সুদানে শান্তি প্রচেষ্টা এবং সুদানি জনগণের মঙ্গল কামনা সমর্থন করেছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে। সুদান আবারও আন্তর্জাতিক মহলে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পেতে পারে। এক্ষেত্রে প্যারিস ডোনার সম্মেলনের ফলাফলকেও স্বাগত জানানো হয়েছিল, যাতে সুদানকে জরুরি সহায়তা প্রদান করা হয়।
বৈঠকের সভাপতিত্ব করেন হারামাইন শারিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
সৌদি তথ্যমন্ত্রী বলেছেন, রাজ্যটি করুণা মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক কাঠামো মেনে কাজ করছে। মহামারী নিয়ন্ত্রণে নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে এবং এ পর্যন্ত ১৩ মিলিয়ন লোককে টিকা দেওয়া হয়েছে। সূত্র: আরব নিউজ, এসপিএ নিউজ
-এটি