রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপন না করতে সতর্ক করলো তালেবানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ

তালেবানরা বুধবার আফগানিস্তানের প্রতিবেশীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের মাটিতে সামরিক ঘাঁটি পরিচালনার অনুমতি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে, গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে যে, তারা এই ধরনের ‘ঐতিহাসিক ভুল’ কখনোই বরদাশত করবেনা।

ওয়াশিংটন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সাক্ষাৎকারে পেন্টাগন তালেবানদের বিরুদ্ধে নতুন ঘাঁটি হিসেবে পাকিস্তানের মাটিকে ব্যবহারের বিষয়ে আলোচনা করছে বলে খবর ছড়ায়।

তারই পরিপ্রেক্ষিতে তালেবান এক বিবৃতিতে বলেছে, আমরা প্রতিবেশী দেশগুলোকে নিজেদের মাটি মার্কিন সেনাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানাই। যদি আবার এ জাতীয় পদক্ষেপ নেওয়া হয় তবে এটি একটি ন্যাক্কারজনক, ঐতিহাসিক ভুল এবং লাঞ্ছনা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা এই জাতীয় জঘন্য ও উস্কানিমূলক কাজের ক্ষেত্রে চুপ করে থাকবো না।

২০০০ সালের গোড়ার দিকে তালেবানদের উত্থানের সময় আফগানিস্তানের বেশিরভাগ প্রতিবেশী মার্কিন সেনাদেরকে নিজেদের বিমান ঘাঁটিগুলির সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকান সেনাদের আফগানিস্তান ছেড়ে চলে আসার ঘোষণা দেয়ার পর থেকেই আফগানিস্তান জুড়ে তালেবানদের বিজয় ধারা অব্যাহত রয়েছে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ