ইয়াহইয়া বিন আবু বকর
সোমালিয়ার স্বাধীনতাকামী সংগঠন হারাকাতুশ শাবাব আলমুজাহিদীনের বিরুদ্ধে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে বৃটেন৷ আগামি ১২ মাসের মধ্যে বিষয়টি কার্যকর করা হবে বলে জানিয়েছে সোমালিয়া নেট৷
গতকাল (২৪ মে) সোমবার সোমাল নেট এক বিবৃতিতে জানায়, ব্রিটেন আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে সোমালিয়ায় ২৫০ জন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী ১২ মাসের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হবে। তারা আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটির বিশেষ বাহিনীকে জঙ্গীবাদ দমনের কৌশল প্রশিক্ষণ দিবে৷
সূত্রটির বিবৃতিনুসারে ব্রিটিশ বাহিনী বর্তমানে রঞ্জারস নামে পরিচিত, সোমালী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আমেরিকান বিশেষ বাহিনীর স্থান দখল করবে৷ সূত্র: সোমাল নেট
-এটি