সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

‘মাদরাসা খোলার বিষয়ে সাইবার গুজবে কান দিবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কওমি মাদরাসা খুলে দেওয়া হয়েছে। গতবছর করা ড. মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এর একটি লাইভ ভিডিও আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে একটি শ্রেণি। তারা গুজব ছড়াচ্ছে এই বলে যে, ‘সরকার কওমি মাদরাসা খোলার অনুমোদন দিয়েছে।’

কিন্তু এ বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দিয়ে আজ এক ফেসবুক স্টাটাস দিয়েছেন জামিয়া ইসলামিয়া তেজগাঁও মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ। এদিকে একই বিষয়ে ফেসবুকে লাইভ করেছেন বনশ্রী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ। সেখানে গুজব রটনাকারীদের থেকে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে জামিয়া ইসলামিয়া তেজগাঁও মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ ও বনশ্রী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ দেশবাসীকে এ আহবান জানান।

মাওলানা ড. মুশতাক আহমদ তার স্টাটাসে লিখেন, ‘প্রিয় দোস্ত আহবাব! বর্তমানে কওমী মাদরাসা চালু করার মৌখিক ও লিখিত কোন প্রকার অনুমতি এখনও হয়নি। সাইবার গুজব থেকে সকলকে সচেতন থাকার অনুরোধ রইল।’

সাইবার ক্রাইমের শাস্তি সম্পর্কে সচেতন করে মাওলানা ড. মুশতাক আহমদ লিখেন, ‘মনে রাখতে হবে বর্তমানে সাইবার ক্রাইমের শাস্তি খুবই কঠিন থেকে কঠিনতরভাবে বাস্তবায়ন হচ্ছে। সুতরাং সর্বোচ্চ সতর্কতা কাম্য। এই নাজুক সময়ে কওমী মাদরাসা নিয়ে একটি মহল পরিস্থিতি আরও ঘোলাটে করার জন্য পুরাতন পোষ্ট ও ভিডিও নতুন করে পোষ্ট করে জাতীকে ও সরকারকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। আল্লাহ এই মহলকে হেদায়েত দান করুক। আমীন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ