আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের জন্য তৈরি বাংলাদেশের ভাসানচর প্রকল্পকে বিশ্বের জন্য একটি উদাহরণ বলে বর্ণনা করেছে জাতিসংঘ।
আজ মঙ্গলবার (২৫ মে) ঢাকা সফররত সংস্থাটির ৭৫তম অধিবেশনের সভাপতি ভলকান বাজকির এই মন্তব্য করেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ভলকান বাজকির। এ সময় শরণার্থীদের জন্য বাংলাদেশের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।
ভাসানচরে যেতে না পারলেও একটা ভিডিও দেখেছেন জানিয়ে ভলকান বাজকির বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সাহসী উদ্যোগ নিয়েছে ঢাকা। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি।
বিশ্বের জন্য বাংলাদেশের অগ্রগতি উদাহরণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আর্থ-সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। এলডিজি অর্জনের মাধ্যমে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। জলবায়ু ইস্যুতে বিশ্বকে আশা দেখাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ভলকান বাজকির বলেন, আরো স্বাধীনতা থাকা উচিত মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের। এ সময় বেলারুশের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তারের তীব্র নিন্দাও জানান তিনি।
২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে তৈরি ভাসানচর শিবিরে এক লাখের বেশি রোহিঙ্গার থাকার ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক মহলের আপত্তি সত্ত্বেও এরইমধ্যে সেখানে ৫ দফায় ১২ হাজার ২৮৪ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।
-এটি