আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি পুলিশের গুলিতে সোমবার আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছে। পূর্ব জেরুসালেমে এই ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানিয়েছেন, ফিলিস্তিনি এক নাগরিককে গুলি করা হয়েছে এবং সে নিহত হয়েছে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই সময় দুই ইসরায়েলি আহত হয়েছে। তাদের বয়স ২০ বছরের বেশি।
টানা ১১ দিন ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ইসরায়েলের এই আগ্রাসনে প্রায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
এদিকে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে অথবা পবিত্র জেরুসালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনো হামলার চেষ্টা করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকমী সংগঠন হামাস। গত রোববার সংগঠনটির অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, জেরুসালেম শহরের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র হলে, পবিত্র আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং সেটিকে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত।
এনটি