আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশী পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি এই মুহূর্তে বাদ দেওয়া প্রকারান্তরে মজলুম ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেওয়ার শামিল বলে প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা রশিদ ওয়াক্কাস, মুফতি রেজাউল করিম, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা আবু বকর সরকার, মাওলানা সুহাইল আহমদ ও ছাত্রনেতা নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ আরও বলেন, সারা বিশ্বের মুসলিম মজলুম ফিলিস্তিনিদের পাশে আছে। বাংলাদেশের সরকার ও জনগণ ফিলিস্তিনিদের পাশে আছে। এই মুহূর্তে পাসপোর্টকে আন্তর্জাতিক মান করার অজুহাতে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি বাদ দেওয়ায় বাংলাদেশের মুসলিম সমাজ আঘাত পেয়েছে।
নেতৃবৃন্দ আগের সিদ্ধান্ত অনুযায়ী পাসপোর্ট ইস্যু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি মজলুম ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এমডব্লিউ/