আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটের পরের হামলা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের জবাবদিহি চেয়েছে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
আজ মঙ্গলবার বিনীত সারন ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ এই মামলায় জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে যুক্ত করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক হামলার ঘটনাগুলোর জন্য বিশেষ তদন্ত দল গড়ার দাবিতে গত ২ মে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। ওই মামলার শুনানি পর্বে মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকারের বক্তব্য জানতে চায়। ভোটের পরেও কেন হামলা থামছে না, কী ভাবে হামলার ঘটনা থামানো যেতে পারে তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত।
আবেদনকারী পক্ষের আইনজীবী শ্রুতি আগরওয়াল শুনানি-পর্বে অভিযোগ করেন খুন, মারধরের পাশাপাশি পশ্চিমবঙ্গ ভোট পরবর্তী হামলার ঘটনায় বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। আগামী ৭ জুন মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। সূত্র: ভয়েচ অব আমেরিকা
-এটি