সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

গাজীপুরে ট্রাক ভর্তি গরু-মহিষ ছিনতাই, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভারের পাশে থেকে ডাকাতি হওয়া ১৫টি গরু ও ২টি মহিষ ঢাকার তুরাগ এলাকা থেকে উদ্ধার করে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এসময় আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্য গ্রেফতার করা হয়। ২৫ মে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো, ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার মৃত আরব আলীর ছেলে আবুল কাশেম (৪৩), জামালপুর সদর থানা পুলিশের নান্দিনা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।

পুলিশ সুপার সংবাদ সম্মেলন জানান, গত সোমবার ২৪ মে ভোর আনুমানিক ৪ টার দিকে রিমন হোসেন নামে এক গরুর ব্যবসায়ী রাজশাহী সিটি হাট থেকে ১৫টি গরু ও ২টি মহিষ ক্রয় করেন।

পরে তা নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভারের পাশে আসলে একটি গরু অসুস্থ হয়ে পড়ে। সড়কের এক পাশে ট্রাকটি থামালে একটি সাদা মাইক্রোবাসে করে ৭/৮ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

গরুর ট্রাকে থাকা সকলকে মারধর করে ও অস্ত্রের ভয় দেখিয়ে ওই মাইক্রোবাসে তুলে নেয়। তাদেরকে রাজেন্দ্রপুর এলাকায় গজারি বনের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে গরুর ট্রাক নিয়ে পালিয়ে যায়।

সাংবাদ সম্মেলনে আরো জানান, পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি জনাব মোঃ আমির হোসেনের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম মোল্লা ও এসআই মোঃ জিহাদুল হক এর একটি দল অভিযান চালায়।

তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার তুরাগ থানাধীন দিয়াবাড়ীস্থ জনৈক আবুল কাশেমের গরুর খামার থেকে ১৫টি গরু ও দুইটি মহিষ উদ্ধার করে। এসময় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সংক্রান্তে কালিয়াকৈর থানায় একটি মামলা রুজু করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ