সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

গাজা যুদ্ধ বিষয়ে চাকরি হারালেন মোসাদ প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় সংস্থাটির উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার রাতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু এ ঘোষণা দেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যগুলো। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শক্তি সম্পর্কে প্রকৃত তথ্য দিতে না পারায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ প্রধান হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ৫৬ বছর বয়সী ডেভিড বার্নিয়া বিগত ২৫ বছর ধরে গোয়েন্দা সংস্থাটিতে কাজ করছেন। সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার দেন নেতানিয়াহু। ওই অনুষ্ঠানে তিনি ইয়োসি কোহেনকে সরিয়ে ডেভিড বার্নিয়াকে নিয়োগের কথা ঘোষণা করেন।

সম্প্রতি ১১ দিনের যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে নিজেদের বিজয়ী ঘোষণা করে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক।

অন্যদিকে, দখলদার ইসরায়েলও এই যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে। কিন্তু সেই দাবির পক্ষে ইসরায়েলের একজন নাগরিককেও রাস্তায় নেমে আসতে দেখা যায়নি। তাছাড়া ইসরায়েলের ওই বিজয় দাবি যে কেবলই ফাঁকা বুলি, মোসাদ প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে সেটাই প্রমাণ হলো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ