সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

শ্রীপুরে সরকারি সড়কে বাড়ি নির্মাণ, অভিযোগ স্থানীয়দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে সরকারি সড়কে বসতবাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা দখল করে বসতবাড়ী নির্মাণের অভিযোগ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের পক্ষে নগরহাওলা গ্রামের মোহাম্মদ মুলকুতুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ নামে একজন শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, এই গ্রামের রাস্তাটি ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের অধীনস্থ। মুলকুতুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ বলেন, সরকারী রাস্তার মধ্যে বাড়ি নির্মাণ করে রেখেছে আমজাদ হোসেন।

জাহাঙ্গীর আলম সোহাগ আরো বলেন, এই রাস্তা বন্ধের বিষয়ে প্রতিবাদ করার কারনে আমাকে প্রকাশ্যে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে আমজাদ হোসেন। এবং সে মিথ্যা অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আওতাভোক্ত সরকারি সড়কের উপর বসত বাড়ি নির্মাণ করে এলাকার শতশত মানুষের চরম দুর্ভোগে পড়েছে। এবিষয়ে আমজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ি সরকারি সড়কের উপরে পরেছে তা আমি আগে জানতাম না,যখন জানতে পারছি, তখন আমি আমার বাড়িটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার জন্য সময় নিয়েছি। আমি সরকারি রাস্তা বন্ধ করিনি। আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। আমজাদ হোসেন দাবি করছেন তার পরিবারের লোকজনদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হয়েছে।

ওই এলাকার বর্তমান ওয়ার্ড মেম্বার আঃ আজিজ জানান, আমজাদ হোসেন ইউনিয়ন পরিষদের সড়কের উপর বাড়ি নির্মাণ করে রাখার কারনে ওই এলাকার মানুষের দাবি বিকল্প একটি রাস্তা করে চলাচল ব্যবস্তা করে দেওয়ার।

কিন্তু ওদের নিজের মধ্যে দীর্ঘ দিনের পারিবারিক দ্বন্দ্বের কারনে মিলমিশ করা যাচ্ছেনা। এবিষয়ে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে অনেক বার চেষ্টা করেছলাম একত্রিত করার জন্য। মেম্বার জানান, এবিষয়ে মৃত হাবিবুর রহমান ফকিরের ছেলে মো:আলমগীর হোসেন ফকির শ্রীপুর মডেল থানায় নয় জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন,এবং একই গ্রামের মুলকুতুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ শ্রীপুর মডেল থানায় নয় জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে শ্রীপুর থানার (ওসি)খন্দকার ইমাম হোসেন জানান, রাস্তা দখল করে বাড়ি নির্মাণের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে ঘটনা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ