আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে যে নতুন করে সংঘর্ষ বেঁধেছে ভারত ও চীনের সেনা সদস্যদের মধ্যে। দাবি করা হয়, পূর্ব লাদাখের গালওয়ানে নাকি ভারত-চীন ফেস অফ হয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে। তবে এই রিপোর্টের সত্যতা পুরোপুরি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিন এক বিবৃতিতে সেনার তরফে স্পষ্ট জানানো হয়, ভারত-চীন সেনাবাহিনীর কোনো সংঘর্ষ হয়নি সাম্প্রতিককালে।
রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, 'একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত এবং চীনা সেনা সদস্যদের মধ্যে নাকি ২০২১ সালের মে মাসের প্রথম সপ্তাহে সংঘর্ষ বেঁধেছিল। তবে আমরা স্পষ্ট করে দিতে চাই, এরম কোনো সংঘর্ষই দুই দেশের সেনার মধ্যে বাঁধেনি।' ভারতীয় সেনবাহিনীর পক্ষ থেকে আরো দাবি করা হয়, এই ধরনের প্রতিবেদন সেই সূত্র থেকেই আসতে পারে যারা ভারত-চীন শান্তি প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে চায়।
ভারত-চীন সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পূর্ব লাদাখে চীনের দখলদারি নিয়ে দু'দেশের মধ্যে বিবাদের প্রায় এক বছর হয়েছে৷ এগারো বার বৈঠকের পরও সমাধান হয়নি ৷
উল্লেখ্য, গত বছর থেকেই সীমান্তে অনেক বেশি পরিমাণে সেনা মোতায়েন করে রেখেছে ভারত ও চীন৷ সুগার সেক্টর, সেন্ট্রাল সেক্টর এবং উত্তর-পূর্বের সীমান্তে বাহিনীর সংখ্যা লাগাতার বাড়ানো হচ্ছে৷ যদিও এরই পাশাপাশি চলছে আলোচনা৷ ভারত-চীন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে দু’পক্ষের মধ্যে৷
সূত্র: হিন্দুস্তান টাইমস
এনটি