সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কুয়েতে সুরা নিসা ব্যতীত কুরআন বিতরণ: তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুয়েতে সুরা নিসা ব্যতীত কুরআন বিতরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। ইতিমধ্যে এব্যাপারে কুয়েতের এনডোমেন্টস মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কুয়েতে সূরা নিসা ব্যতীত কুরআন বিতরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং এই বিষয়টিকে মহান আল্লাহর বাণীর অবমাননা এবং ইসলাম ধর্মের জন্য হুমকি বলে বর্ণনা করেছেন।

কুয়েতের এনডোমেন্টস ও ইসলামিক বিষয়ক মন্ত্রী ঈসা আল-কান্দারী এর প্রতিক্রিয়ায় কুয়েতের সুন্নতে নবাবী এবং কুরআন প্রিন্ট ও বিতরণ নামক আঞ্জুমানের নিকটে আহ্বান জানিয়েছেন যে, সূরা নিসা ব্যতীত পবিত্র কুরআনের যে পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে, সে সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তা যেন তাকে অবিহিত করা হয়।

আল-কান্দারী কুরআন প্রকাশ ও প্রফেসিফিক ট্র্যাডিশনের সমিতিকেও আহ্বান জানিয়েছেন, এই কাজের মাধ্যমে পবিত্র কুরআনের অবমাননা করা হয়েছে। অবশ্যই আগামী তিন দিনের মধ্যে পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপি যারা বিতরণ করেছে, তাদের সনাক্ত করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি কুয়েতের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওতে দেখা যায় যে, এক ব্যক্তির হাতে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি আছে, যাতে চতুর্থতম সূরা (নিসা) বাদ পড়েছে।

কুয়েতির নাগরিক ভিডিওটিতে বলেছে যে, পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি নীতিগতভাবে সম্পূর্ণ নয় এবং সূরা নিসার সাথে সম্পর্কিত পৃষ্ঠাগুলি কেটে ফেলার কোনও প্রমাণ নেই।

-GCDT


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ