আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ইহুদিবাদী দেশটির ওপর নিষেধাজ্ঞা চাপাতে কয়েক হাজার নাগরিক ফ্রান্সে বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার প্রায় ৪ হাজার বিক্ষোভকারী এতে অংশ নেন।
ফ্রান্স ফিলিস্তিন সলিডারিটি অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি প্যারিসের রিপাবলিক স্কয়ারের সামনে এ বিক্ষোভের আয়োজন করে। এ সময় বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন, ফিলিন্তিন জীবন্ত, ফিলিস্তিনের জয় হবে এবং ইসরায়েল ঘাতক, ম্যাঁক্রো সহায়তাকারী।
প্রতিবাদকারীদের বহন করা ব্যানারে ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেখা যায়। তাতে লেখা রয়েছে, মুক্ত ফিলিস্তিন চাই, গাজায় বোমা হামলা বন্ধ কর এবং ইসরায়েলে নিষেধাজ্ঞা চাই।
তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিক্ষোভে বিভিন্ন বর্ণবাদ বিরোধী অ্যাসোসিয়েশন ও ইহুদিবাদবিরোধী ইহুদি গোষ্ঠীগুলো অংশগ্রহণ করে।
বিক্ষোভে কয়েকজন বিরোধী দলীয় এমপি অংশগ্রহণ করেন। তারা বিক্ষোভের বিরুদ্ধে ফ্রান্স সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সমালোচনা করেন। পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান।
এনটি