ইকবাল হোসেন:
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরের পৌরসভার উজিলাব গ্রামের দুলাল মিয়ার পরিবারের কাছে ফিরে এলো ৩০ বছর পর। ৩০ বছর আগে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রাম থেকে হারিয়ে যায় মৃত আব্দুল খালেকের ছেলে মানসিক ভারসাম্যহীন দুলাল মিয়া।
আজ রোববার (২৩ মে) দুপুরে দুলাল মিয়ার পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে নিজ বাড়িতে নিয়ে আসছে। দুলাল মিয়ার পরিবারের লোকজন জানান, দুলাল মিয়া একজন মানসিক প্রতিবন্ধী।
প্রায় ৩০ বছর আগে তার বয়স যখন ১৮ ছিল সে বাড়ি থেকে চলে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজা খুজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সিদ্দিকুর রহমান নামের একজন প্রাণের ব্যাচ ৯৩ নামের একটি গ্রুপে দুলাল মিয়ার ছবি সহ একটি পোষ্ট করে।
বাড়ি বলতে পারে শ্রীপুর, এলোমেলো ভাবে ঠিকানা বলতে পারে দুলাল মিয়া। পরবর্তীতে স্কয়ার মাস্টার নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ একজন অফিসার ফারুক আহম্মেদ বিষয়টি উজিলাব গ্রামের শ্রীপুর ট্যুরিজমের সদস্য আলমগীর শেখকে জানান।
আলমগীর শেখ শ্রীপুর সৌখিন মৎস শিকারী সমিতি নামে একটি গ্রুপে হারিয়ে যাওয়া দুলালের সন্ধান চেয়ে একটি ছবি পোষ্ট করেন। বিয়য়টি ওই গ্রুপে সদস্য বাদল মিয়ার চোঁখে পড়ে বাদল মিয়া দুলাল মিয়ার সম্পর্কে চাচা।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ও স্থানীয়দের সহযোগিতায় দুলাল মিয়া নিজ বাড়িতে তার পরিবারের কাছে ফিরে এসেছেন।
-এটি