সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

রূপপুর পারমাণবিক প্রকল্পের সেনাসদস্যদের হত্যার হুমকি, আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যদের সঙ্গে অসদাচরণ এবং তাদেরকে হত্যার হুমকি দেওয়ায় আট যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

শনিবার রাতে তাদের রূপপুর পুলিশ ফাঁড়িতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর পক্ষে ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান আটক যুবকদের পুলিশের হাতে তুলে দেন।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্প এলাকার কেপিআই জোন ৮নং ওয়াচ টাওয়ারের পাশে পদ্মা নদী তীরবর্তী এলাকায় কয়েকজন যুবক প্রবেশ করে।

এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা তাদের পরিচয় এবং ওই এলাকায় প্রবেশের কারণ জানতে চাইলে তারা অসদাচরণ করে।

আতিকুর রহমান বলেন, এ সময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় যুবকদের ওই এলাকা ত্যাগ করতে বলায় তারা সেনাসদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে এবং ইটভাটায় নিয়ে হত্যার হুমকি দেয়। পরে সেনাসদস্যরা তাদের আটক করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন- ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল হোসেনের ছেলে শাওন হাসান (২২), মো. আলালের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুনের ছেলে শান্ত (২০), নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (২০), মো. সিরাজের ছেলে বাপ্পি (২১), সিরাজুল ইসলামের ছেলে মুন্না হোসেন (১৯)।

আটক যুবকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পরিদর্শক আতিকুল ইসলাম।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ